শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
ঝিনাইদহে শ্লীলতাহানীতে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে যখম করেছে এক বখাটে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন নির্যাতিত গৃহবধূ।
এর পরেও থেমে নেই বখাটে ওই যুবক। নানা রকম হুমকি ধামকি দিচ্ছে বাদী ও তার পরিবারকে। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বাদী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামে।
লিখিত অভিযোগে থেকে জানা যায়, দক্ষিণ নারায়ণপুর গ্রামের শিউলি বেগমকে ঘোড়শাল জামতলা পাড়ার লুৎফর মন্ডলের ছেলে মখলেচ মন্ডল বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল।
গত ৯ ডিসেম্বর দুপুরে শিউলি তার বাবার ঘোড়শালা গ্রামের মাঠে আবাদকৃত মরিচের জমিতে মরিচ তুলতে যায়। এ সময় ওই বখাটে শিউলিকে শ্লীলতাহানির চেষ্টা করে। ব্যর্থ হয়ে বখাটে শিউলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
শিউলির চিৎকারে লোকজন ছুটে আসলে ওই বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এটি এজাহার হিসেবে গণ্য করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহমেদ নাসিম আনসারী/এএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা