ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি কৃপা

প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

অপরাধ দমন, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন কালকিনি থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালা। সোমবার জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন।

মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের কার্যালয়ে আইন-শৃঙ্খলা নিয়ে আয়োজিত এক সভা শেষে জেলা পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন।

মাদারীপুরের কালকিনি উপজেলায় অপরাধ দমন, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য মাদারীপুর জেলা পুলিশ ওসি কৃপা সিন্ধু বালাকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। সভায় পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, জেলা পুলিশ উর্ধ্বতন সব কর্মকর্তাদের উপস্থিতে তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এসময় জেলার চার থানার কর্মকর্তাসহ জেলার  গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কাজের স্বীকৃতি পেয়ে অনেক ভালো লাগছে। আগামী দিনে আরও ভালোভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর