ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে নারী প্রার্থীকে অপহরণের ২ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের (৫নং সংরক্ষিত আসন) সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শাহনাজ বেগমকে অপহরণের প্রায় ২ ঘণ্টা পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার ঘোড়াঘাট উপজেলার নিতাইশা মোড়ের পার্শ্ববর্তী খোলা মাঠ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

শাহনাজ বেগম জেলার ওই আসন থেকে ফুটবল মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিরামপুর উপজেলা পৌর এলাকার আলতাফ হোসেনের স্ত্রী।

জানা যায়, সন্ধ্যায় বিরামপুর থেকে নিজস্ব কারে করে ঘোড়াঘাটে যাচ্ছিলেন শাহনাজ বেগম। পথিমধ্যে কয়েকজন ব্যক্তি কার থামিয়ে শাহনাজ বেগমকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি কারচালক পরিবারের সদস্যদেরকে অবহিত করলে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়।

ঘটনা জানার পর রাতেই অভিযান শুরু করে পুলিশ। অভিযানে পুলিশ শাহনাজ বেগমকে ঘোড়াঘাট উপজেলার নিতাইশা মোড়ের পার্শ্ববর্তী একটি মাঠ থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে এবং ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এ ঘটনায় কারের চালককে আটক করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়ে রাতেই তাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফিরলে তিনি পুলিশ জানিয়েছে, কয়েকজন মিলে অপহরণের পর তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টা করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর