ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে দুই উপজেলায় ভোট স্থগিত

প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

কুড়িগ্রামে মামলা সংক্রান্ত জটিলতায় ফুলবাড়ির বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং রৌমারী উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে সদস্য মো. আব্দুল বাতেন, শামসুদ্দিন বাবলা ও শহিদুল হকের করা একটি রিট মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ওই উপজেলার এক মাত্র কেন্দ্রের ভোট স্থগিত করেন।

তবে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি নেন। পরে সকালে নির্বাচন কমিশনের নির্দেশে ভোট স্থগিত করায় ভোটাররা ফিরে যান। চেয়ারম্যান ও সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় এই উপজেলার ৬৮ জন ভোটারের কেউই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু জানান, বিলম্বে শপথগ্রহণের কারণে এই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা ভোটার হতে পারেননি।
 
এছাড়া রৌমারী উপজেলায় সদস্য প্রার্থী জাহেদুল ইসলাম মিনুর মনোনয়নপত্র বাতিল হলে হাইকোর্টে রিট করে পুনরায় প্রার্থিতা ফিরে পান। প্রতীক পান ক্রিকেট ব্যট। পরবর্তীতে নির্বাচন কমিশন আপীল করলে আদালত ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করে। এ কারণে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তবে রৌমারী উপজেলায় চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে ভোটগ্রহণ চলছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, আদালতের নির্দেশনা মেনে ভোট স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী সময়ে শুনানির পর যে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন এবং সংরক্ষিত আসনে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার এক হাজার।

নাজমুল হোসাইন/এফএ/পিআর