ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ভোট স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

নোয়াখালী জেলা পরিষদ নিবার্চনে  চারটি ওযার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চারটি ওয়ার্ডের মধ্যে বেগমগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের দাবিতে বুধবার সকালে প্রার্থী ও নেতাকর্মীরা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

নির্বাচনে ভোট গ্রহণের দাবিতে ৬নং ওয়ার্ডের প্রার্থী ইসমাইল  হোসেন ও হারুন অর রশিদ বলেন, একই এলাকার সংরক্ষিত সদস্য ও চেয়ারম্যান পদে  ভোট হলেও কেন আমাদের নির্বাচন স্থগিত রয়েছে আমরা জানতে চাই।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, কিছু উশৃঙ্খল নেতাকর্মী ভোটগ্রহণের দাবিতে রাস্তা অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে জেলার অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।

মিজানুর রহমান/আরএআর/পিআর