শ্রীমঙ্গল ও সাদুল্যাপুরে ভোটগ্রহণ শেষ
জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও গাইবান্ধার ৯নং ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে আনন্দঘন এক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ৬৫ ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৬৪টি। বাকি একজন ভোটার দেশের বাইরে রয়েছেন।
এদিকে ভোটগ্রহণ শুরুর ৩ ঘণ্টার মাথায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৯নং ওয়ার্ডের ৮১ জন ভোটারের ভোটগ্রহণ শেষ হয়েছে।
ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টার মধ্যে এ কেন্দ্রের ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্য ১৯ জন নারী ও ৬১ জন পুরুষ ভোটার রয়েছেন।
ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দায়িত্বরত অফিসার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জানান, এ কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষ হলেও দুপুর ২টার পর গণনা শুরু হবে। গণনা শেষে ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে।
এফএ/আরআইপি