ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাদুল্যাপুরে ৯নং ওয়ার্ডে সদস্য পদে রহমান বিজয়ী

প্রকাশিত: ০৯:০২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে অধ্যক্ষ এমএস রহমান বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থী অধ্যক্ষ এমএস রহমানের প্রাপ্ত ভোট ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এটিএম রশিদুল ইসলাম শোভন। তিনি পেয়েছেন ১৬ ভোট।

বুধবার দুপুর আড়াইটার দিকে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাত্র ৩ ঘন্টায় দুপুর ১২টার মধ্যে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে।

এর আগে, ৯নং ওয়ার্ডের ভোটগ্রহণ ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টায় শুরু হয়। দুপুর ১২টার মধ্যে এ কেন্দ্রের ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্য ১৯ জন নারী ও ৬১ জন পুরুষ ভোটার রয়েছেন।

৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯নং ওয়ার্ডে ধাপেরহাট, বনগ্রাম, ভাতগ্রাম, ইদিলপুর, ফরিদপুর ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্য ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (নারী) ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, জেলার অনুষ্ঠিত নির্বাচনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে চলছে গণনা। ভোট গ্রহণে জেলার কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে আইনি জটিলতা থাকায় সাদুল্যাপুরে ৮নং ও গোবিন্দগঞ্জের ১০নং ওয়ার্ডের দুই কেন্দ্রের সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর