ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

ফেনী সদর উপজেলার লেমুয়ায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মো. সোহেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের মমতাজ মিয়ার হাটে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাহমুদুল হক মাদু মিয়ার ছেলে এবং স্থানীয়  যুবলীগের কর্মী।

এলাকাবাসী জানায়, সোহেল ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিমের সমর্থক ছিলেন। পুলিশ মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/জেআইএম