ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬

প্রায় দেড়ঘণ্টা পর সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকে পড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।   

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষের উপস্থিতিতে এ অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে অধ্যক্ষের সঙ্গে বাস শ্রমিকদের অসদাচারণ করার অভিযোগে বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশেমহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, অবরোধের কারণে যানবাহন আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

মেরিন একাডেমীর শিক্ষার্থী ওয়াজ করনী বলেন, অধ্যক্ষের সাথে বাস শ্রমিকরা দুর্বব্যবহার করলে আমরা মহাসড়ক অবরোধ করি। পরে অধ্যক্ষ স্যার এসে আমাদের বোঝালে অবরোধ প্রত্যাহার করে নেই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম