আড়াই কোটি টাকার তক্ষকসহ ভারতীয় মদ উদ্ধার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বন্যপ্রাণি তক্ষক জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার চিনাকান্দি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন মাছিমপুর এলাকা থেকে এ তক্ষক জব্দ করা হয়।
বিজিবির দেয়া তথ্য অনুযায়ী জব্দ হওয়া তক্ষকটির মূল্য আড়াই কোটি টাকা। এর আগে একই সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার গামারীতলা এলাকা থেকে পৃথক অভিযানে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৃথক ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালান এবং অন্যান্য যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি বদ্ধপরিকর।
রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন