ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই কোটি টাকার তক্ষকসহ ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১০:২২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বন্যপ্রাণি তক্ষক জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার চিনাকান্দি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন মাছিমপুর এলাকা থেকে এ তক্ষক জব্দ করা হয়।

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী জব্দ হওয়া তক্ষকটির মূল্য আড়াই কোটি টাকা। এর আগে একই সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার গামারীতলা এলাকা থেকে পৃথক অভিযানে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৃথক ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালান এবং অন্যান্য যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি বদ্ধপরিকর।

রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম