ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

বগুড়ায় কাহালু উপজেলায় সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় জীবন নেছা (৫৫) ও  দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে শ্রমিক মাসুদ মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

নিহত জীবন নেছা কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী এবং মাসুদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই গ্রামের আব্দুল সামাদের ছেলে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু মুরইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় মাছ বোঝাই ও মুরগি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ ঘটনাস্থলে নিহত হন। এতে আরও তিনজন আহত হন।

একই সময় বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর মুরইল বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় নওগাঁগামী ট্রাকের ধাক্কায় জীবন নেছা নিহত হন।

লিমন বাসার/এএম/পিআর