বগুড়ায় জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
ফাইল ছবি
বগুড়ায় প্রাথমিক সমাপনী ও এবতেদায়ি পরীক্ষায় মোট ৬৫ হাজার ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ হাজার ৩৬০ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২২৩ জন। জিপিএ-৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ জেলায় মোট ৫৭ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছেলে ২৬ হাজার ৯৬৫ জন ও মেয়ে ৩০ হাজার ৬০৮ জন। পরীক্ষায় কৃতকার্য হয় ৫৬ হাজার ৮৭১ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৮৫০ জন।
এর মধ্যে ছেলে ২ হাজার ৭৬৩ জন ও মেয়ে ৩ হাজার ৮৭ জন। ছেলেদের পাসের হার ৯৮ দশমিক ৬২ ভাগ ও মেয়েদের ৯৮ দশমিক ৭৪ ভাগ।
তিনি আরও জানান, এবতেদায়ি পরীক্ষায় মোট ৭ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭ হাজার ৪৮৯ জন কৃতকার্য হয়। এর মধ্যে ছেলে ৪ হাজার ৫৮ জন ও মেয়ে ৩ হাজার ৫১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭৩ জন। যার মধ্যে ছেলে ২১৬ জন ও মেয়ে ১৫৭ জন। পাসের হার যথাক্রমে ৯৮ দশমিক ৬৭ শতাংশ ও ৯৯ দশমিক ০৫ শতাংশ।
লিমন বাসার/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা