ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে শীর্ষে রংপুর

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে রংপুর এগিয়ে রয়েছে। রংপুর জেলায় ১৮ হাজার ৭৪০ পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৩৪ জন উত্তীর্ণ হয়। পাসের ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৭৬ জন।

গাইবান্ধা জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। গাইবান্ধা জেলায় ১৪ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৮৫১ জন উত্তীর্ণ হয়। পাশের ৯৫ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯৩ জন।

তৃতীয় স্থানে রয়েছে ঠাকওরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলায় ১০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৪৭৫ জন উত্তীর্ণ হয়। পাসের ৯৩ দশমিক ৩০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮ জন।

নীলফামারী জেলায় ১২ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭২৮ জন উত্তীর্ণ হয়। পাসের ৯২ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯৭ জন।

কুড়িগ্রাম জেলায় ১২ হাজার ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৫০৯ জন উত্তীর্ণ হয়। পাসের ৯২ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন।

লালমনিরহাট জেলায় ৮ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪৮ জন উত্তীর্ণ হয়। পাসের ৯০ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৮৩ জন।

দিনাজপুর জেলায় ২০ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৩ জন উত্তীর্ণ হয়। পাসের ৮৭ দশমিক ৯৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৩৩ জন।

এ ছাড়া পঞ্চগড় জেলায় ৭ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৪৯৬ জন উত্তীর্ণ হয়। পাশের ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬০১ জন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম