৩ বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত অবকাঠামো উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম। এতে করে উপজেলার ৬ লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গত ২০১৪ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও আজও ৫০ শয্যার কার্যক্রম চালু হয়নি।
তবে গত এক বছর আগে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সেটির বর্ধিত ১৯ শয্যা চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না। এখনো ৩১ শয্যার মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুস সামাদ, আবেদুর রহমান ও সরকার আমিন জানান, হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় ফ্লোরে অবস্থান নেয়ার ভয়ে চিকিৎসা না নিয়েই বাড়িতে ফিরতে হচ্ছে রোগীদের। এছাড়া মুমূর্ষু রোগীরা জীবন বাঁচার তাগিদে শয্যা না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, সিভিল সার্জন অফিসে ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার কাছে হস্তগত হয়নি। ফলে ৩১ শর্য্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু করার জন্য সরবরাহকৃত বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালের ৫০ শয্যার কার্যক্রমের উদ্বোধন হয়েছে ঠিকই কিন্তু প্রয়োজনীয় জনবলের কারণে চালু করা সম্ভব হয়নি। তবে ৫০ শয্যা চালুর জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা আছে। বরাদ্দ পাওয়া গেলে ৫০ শয্যার কার্যক্রম চালু করা হবে।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন