মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
জেএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ওই কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো নুর, আরিয়ান, মুবাস্সির, মোনেম, নাবিদ, তালহা, রিজোয়ান, রহিক, হাসিব, আহমেদুলাহ, মেরাজ, জাকারিয়া, রাউন, তানভির, রাফিল, ফারহান, সাদ, জামিল, ফ্রাদিন, সাবিক, সাকিব, মনন, তুহিন, আরাফাত, শামদেদ, মেহেদী, শাফওয়ান, তৌহিদুর, ফাতিন, রাফিয়ান, পার্থিব, তৌফিক, দ্রুব, হাসিব, সাদিক, আসিফ, আসির, তাওসিফ, জিয়াদাদ, হাবিব, হাসনাত, আশিশ, মাহির, মোহাইমিন, মাহামুদ, নাফি, মিনহাজ, সিয়াম, জয়, রায়াতুল, ওয়াসিক, মাহিন সজিব, আবরার ও হাদি।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. নুরুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টায় এ ফলাফল সম্ভব হয়েছে।
এস এম এরশাদ/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪