ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্মরণসভা

প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দীনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করেছে ফেনী প্রেসক্লাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর একটি চায়নিজ হোটেলের কনফারেন্স হলে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল হক মিলু, সাংস্কৃতিক সম্পাদক জাফর সেলিম, দফতর সম্পাদক মফিজুর রহমান, দৈনিক আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক তমিজ উদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দীনের সোনালি সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

জহিরুল হক মিলু/এএম