ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৩
অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মাকাণ্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার ৬ থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় ২ জামায়াত কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর