হরিণাকুণ্ডুতে ভাতিজার হাতে চাচা খুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ইন্তিয়াজ হোসেনের লাঠির আঘাতে চাচা রবিউল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রবিউল ইসলামের মৃত্যু হয়। তিনি ওই উপজেলার কন্যাদহ গ্রামের আজিবার মন্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আছাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ সংক্রান্ত বিরোধের জের ধরে রবিউল ইসলাম ও ভাতিজা ইন্তিয়াজ হোসেনের মধ্যে তর্কবিতর্ক বাধে। এক পর্যায়ে ভাতিজা ইন্তিয়াজ চাচার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর