ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের গোপালপুরে তিন হাজার পিস ইয়াবাসহ গোলাপ খান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গোলাপ খান জেলার গোপালপুর উপজেলার সাখারিয়া দক্ষিণ পাড়া এলাকার আইয়ুব খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার ভোরে গোপালপুর উপজেলার সাখারিয়া দক্ষিণ পাড়ার গোলাপের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের ভেতরে বিছানার নিচ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গোলাপকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলার দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস