শাশুড়িকে হাতুড়িপেটা করে শ্রীঘরে জামাই
প্রতীকী ছবি
পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মেয়ের জামাই মিনহাজুল তার শাশুড়ি সামছুন নাহারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। শুক্রবার দুপুরে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা সামছুন নাহারকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সামছুন নাহার আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের সাহাদুলের স্ত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সামছুন নাহারের ভাই গাউছুল আজম বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাহাদুল ইসলাম-সামছুন নাহার দম্পতির মেয়ে দোলার সঙ্গে একই উপজেলার আওয়ালগাড়ী-কুরানু বাজার গ্রামের আবুল কালামের ছেলে মিনহাজুলের প্রেমের সম্পর্ক গড়ে। প্রায় আট মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে দোলা বাবার বাড়িতেই থাকতো।
এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মিনহাজুল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি গেলে শাশুড়ি সমাছুন নাহার বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিনহাজুল লোহার হাতুড়ি দিয়ে শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করে।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই মিনহাজুলকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআরএ/এমএস