পেটের পীড়া সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা
নওগাঁর মান্দায় গোউর বাবু (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সাবাই হাট মাছ বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মারু বাবুর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, গোউর বাবু দীর্ঘদিন থেকে পেটের পীড়ায় ভুগছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি পেটের পীড়া রোগ থেকে সুস্থ হতে পারেননি। অবশেষে পেটের পীড়া সহ্য করতে না পেরে সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার পর স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দিলে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আব্বাস আলী/আরএআর/এমএস