ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগের পতন হবে : মওদুদ

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জেলা পরিষদ নির্বাচনের যে প্রক্রিয়া তাতে গণতন্ত্র ধ্বংস হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হবে। জেলায় জেলায় এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হবে। এ কারণে আওয়ামী লীগ দুর্বল হবে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।

শুক্রবার বিকেলে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে  জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ বলেন, এ  নির্বাচনে সরকার ও  আওয়ামী লীগের বিজয় হয়েছে। তারা মনে করছে তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। কিন্তু সাহস থাকলে  দেশে এখন জাতীয় নির্বাচন দেয়া হোক। তাহলে তারা বুঝবে কার জনপ্রিয়তা বেশি। সরকার জাতীয় নির্বাচন দিতে ভয় পায় বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুর স্ত্রী শামিমা বরকত লাকি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ প্রমুখ।  

মিজানুর রহমান/আরএআর/এমএস