ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে ৫ ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০২:১৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে ভোট না দেয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫ ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছি এক পরাজিত প্রার্থীর ছেলে ও তার স্বজনরা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেসব মোবাইল থেকে ৫ ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে এসব মোবাইলের কললিস্ট ও ভয়েসরেকর্ড সংগ্রহ করে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এঘটনার পর থেকে ইউপি সস্যদের নিরাপত্তা প্রদানে পুলিশ তৎপর রয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ১৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রোটারিয়ান নুরুল ইসলামকে টিউবওয়েল প্রতীকে ভোট না দেয়ায় তার ছেলে তারেক মিয়া (২৭) ও অজ্ঞাতনামা ব্যক্তি নির্বাচন অনুষ্ঠানের পরদিন মোবাইল ফোনে ৫ ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি হয়।

হুমকিপ্রাপ্ত ইউপি সদস্যরা হলেন, উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, ৮নং ওয়ার্ড সদস্য বীর চন্দ্র পুরকায়স্থ ও ৯নং ওয়ার্ড সদস্য আলতাব হোসেন।

রাজু আহমেদ রমজান/এমএএস/এমএস