নিয়ামতপুরে ছেলের হাতে আহত বাবার মৃত্যু
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সরদারপাড়া গ্রামে ছেলের হাতে আহত বাবা মফিজ উদ্দিনের (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সরদারপাড়ার মহিজ উদ্দিন ও তার ছেলে রহিমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রহিম তার বাবার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক ভাবে জখম হলে তাকে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, নিহতের স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ রহিমকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়