গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটির আহ্বায়ক কমিটি গঠন
‘পূর্ণ স্বায়ত্তশাসন আন্দোলনে এগিয়ে আসুন এবং সকল প্রকার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে যুবসমাজ সংগঠিত হোন’ স্লোগানে ইউপিডিএফ সমর্থনপুষ্ট সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এক সম্মেলনে সংগঠনের এ আহ্বায়ক কমিটি গঠিত হয়। রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মশিং চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপন মারমা। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ নানিয়ারচর ইউনিটের সংগঠক অটল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য দয়াসোনা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, শত বাধা-বিপত্তি ও নিপীড়ন-নির্যাতনের পরও ইউপিডিএফ জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে ধর্মশিং চাকমাকে আহ্বায়ক ও নিলয় চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে গণতান্ত্রিক যুব ফোরামের ১৩ সদস্যবিশিষ্ট রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন ও শপথনামা পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি