কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সালাহ উদ্দিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চকরিয়ার হারবাং বরইতলী এলাকার শফি উদ্দিনের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নিজাম উদ্দিন জানান, কক্সবাজারগামী শাহ আমিন (চট্ট মেট্রো-ব-১১-৭৩৩) চেয়ার কোচের সঙ্গে একটি চকরিয়াগামী হাইয়েজ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্য দু’জনের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার