গ্রামীণফোন টাওয়ারে ডাকাতির সময় ১০ ডাকাত আটক
চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে গ্রামীণফোন টাওয়ারে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাতের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ ডাকাত পালিয়ে গেছে।
আটকরা হলেন, মামুন শেখ, মান্নান, তুরান মৃধা, ফারুক, মামুন, উজ্জল, আকিদুল, মনোয়ার, হাসান ও হুমায়ন। এদের সকলের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মিনি ট্রাক আটক করেছে।
শনিবার চুয়াডাঙ্গা সদর থানায় এদের বিরুদ্ধে গ্রামীণফোন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে অবস্থিত গ্রামীণফোন ও রবি শেয়ার টাওয়ারে রাত দেড়টার দিকে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় ডাকাত দল। এসময় টাওয়ারের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা মাধ্যমে বিষয়টি টের পায় গ্রামীণফোনের হেড অফিসসহ খুলনা জোনাল অফিসের একাধিক কর্মকর্তা। এসময় সাথে সাথে খুলনা জোন এলাকার পরিচালক বিষয়টি হিজলগাড়ী বাজারের টেলিকম ব্যবসায়ী ও সাংবাদিক রাসেলকে জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন। রাসেল বিষয়টি সাথে সাথে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই মুহিতকে জানালে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জন ডাকাতকে আটক করে। এসময় আরো ৪ ডাকাত পালিয়ে যায়।
এমএএস/আরআই