ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার তক্ষক জব্দ

প্রকাশিত: ০৯:৪২ এএম, ০১ জানুয়ারি ২০১৭

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় দুটি ভারতীয় তক্ষকসহ চারটি গরু জব্দ করেছে বিজিবি।

রোববার সকাল ও ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামারীতলা ও দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা সীমান্তের দক্ষিণ কলোনি এলাকা থেকে পৃথক অভিযানে দুটি তক্ষক জব্দ করা হয়।

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, তক্ষক দুটির মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

অপরদিকে, ভোররাতে ধর্মপাশা উপজেলার মাটিরাবন সীমান্তের কড়াইগড়া এলাকা থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার মূল্য একলাখ ৪০ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৃথক তিনটি ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
 
রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম