ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এ বছর ৩৫ কোটি বই বিতরণ হচ্ছে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০১ জানুয়ারি ২০১৭

বই কেনার টাকার অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ঝরে না যায় সেজন্য বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। এ বছর সারা দেশে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব সমাজে সমাদৃত জাতি হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মঙ্গার ভিতরেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুদৃঢ় অবস্থানে আছে। তাই দ্রুত আমরা মধ্যম আয়ের দেশ রূপান্তরিত হয়েছি।

কিন্তু ২০০১ সালে স্বাধীনতা বিরোধী জোট ক্ষমতায় এসে বাংলাভাইসহ জঙ্গিবাদ সৃষ্টি করে আর্ন্তজাতিকভাবে দেশকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। তাদের ধিক্কার জানিয়ে প্রতিহত করারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
 
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

আতিকুর রহমান/এফএ/জেআইএম