৯ মাসেও পরিচয় মেলেনি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অজ্ঞাত দেড় মাসের এক মেয়ে শিশুর মরদেহের পরিচয় ৯ মাসেও মেলেনি। শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে বিষয়টি পুলিশ নিশ্চিত হলেও শিশুর পরিচয় নিয়ে বিপাকে পুলিশ।
এ প্রসঙ্গে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার জানান, গত বছরের ৩ আগস্ট ঘাটাইলের পারশী সাকিনস্ত মজনু মিয়ার বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় এ শিশুর মরদেহ পাওয়া যায়।
এ মামলা প্রথমে তৎকালীন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল এ মরদেহের সুরুতহাল তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করে।
এ ঘটনায় স্থানীয় সাধন চন্দ্র চৌকিদার বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পরবর্তীতে ভিসেরা প্রিজার্ভ করা হলে ডাক্তার মতামত দেন শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরবর্তীতে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা হয়। বর্তমানে মামলাটি ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকারের তদন্তাধীন।
নিহত শিশুর ছবি দেখে যদি কেউ শনাক্ত করতে পারেন, তাহলে তাকে দ্রুত ঘাটাইল থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন মামলার তদন্তকারী এ কর্মকর্তা।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪