সেই চিকিৎসকের মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুস্তাফা আল্লামা তালুকদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা।
সোমবার দুপুর থেকে ঘণ্টাব্যাপী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. আব্দুল হাকিম, ডা. সুবিমল শংকর সাহা, ডা. আফরোজা সরকার জলি, ডা. তৌহিদা সুলতানা মীম, ডা. মাহমুদুর রশীদ নান্নু প্রমুখ।
এ সময় বক্তারা ডা. মুস্তাফা আল্লামা তালুকদার পায়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন।
উল্লেখ্য, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গাছতলায় সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত হয়েছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুস্তাফা আল্লামা তালুকদার। এ অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৫ দিন আগে পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ১ ডিসেম্বর প্রসব বেদনা নিয়ে হাসপাতালে গেলে অন্তঃসত্ত্বা নারীকে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেয়া হয়।
এরপর হাসপাতাল চত্বরে গাছের নিচে নবজাতক প্রসব এবং মারা যাবার ঘটনা ঘটে। শেরপুর থানায় পরদিন রাতে ওই নারীর স্বামী মামলা করেন। মামলায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোস্তফা আল্লামা তালুকদার ও নার্স সুষমা রানীকে আসামি করা হয়।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎস ও নার্সকে আসামি করা হয়েছে। মামলায় ওই নারীর প্রসবে বাধা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
লিমন বাসার/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা