ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

সরকারি কাজে বাধাদান ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল নেতা বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্ল­ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বুলবুল সেখ (২৬) সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্ল­ার আব্দুল­াহ সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরেশ চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধাদান ও নাশকতার ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বুলবুল সেখের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ আল কায়েস।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম