ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণ দাবি

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

প্রয়াত স্থপতি আমিনুল করিম দুলালের নকশায় নির্মিত বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক জোট। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের আগে শহীদ মিনার পুর্নির্মাণ না হলে প্রতীকী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

মঙ্গলবার শহরের সাতমাথায় সম্মিলিত নাগরিক জোট বগুড়ার আহ্বায়ক এফএম শাব্বীর পল্লবের সভাপতিত্বে এক মানববন্ধনে বক্তারা এ ঘোষণা দেন।

এতে বলা হয়, ঐতিহ্যবাহী বগুড়ার ইতিহাস ঐতিহ্য রক্ষায় শহীদ মিনার পনর্নির্মাণ বগুড়াবাসীর প্রাণের দাবি। দৃষ্টিনন্দন শহীদ মিনার ভেঙে তার স্থলে যা নির্মাণ করা হয়েছে তাতে শুধু ইতিহাস বিকৃতি নয় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের হৃদয়ে আঘাত দেয়া হয়েছে। অবিলম্বে শহীদ মিনার পুনর্নির্মাণ কাজ শুরু করে বগুড়াবাসীর প্রাণের দাবি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, ওয়াকার্স পার্টির বগুড়া জেলা সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম বগ্রা, জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আশীষ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, জেএসডির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রেজাউল বারী দিপন, জাসদ নেতা প্রভাষক গোলাম মোস্তফা ঠান্ডু প্রমুখ।

সাবেক ছাত্রনেতা শিশির মোস্তাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

লিমন বাসার/এএম/আরআইপি