গাইবান্ধায় উদ্বোধনের পরপরই চাল ক্রয় বন্ধ
গাইবান্ধার সাদুল্যাপুরে উদ্বোধনের দিনেই সরকারি খাদ্য গুদামে চাল ক্রয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহ্সান হাবীব। চলতি মৌসুমে সাদুল্যাপুর উপজেলায় দুইটি খাদ্য গুদামে ৬৫৮ মে. টন আমন চাল ক্রয়ের বরাদ্দ পাওয়া যায়।
মঙ্গলবার খাদ্য গুদামে চাল ক্রয়ের উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়। দুপুরে চাল ক্রয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা চলছিল।
দুপুরে চাল ক্রয় উদ্ধোধন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহ্সান হাবিব, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ছামছুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খাদ্য গুদামে যান।
এসময় গুদামের সামনে থাকা চাল দেখে ইউএনও আহ্সান হাবীব ক্রয় অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মন্ডলকে। ফলে উদ্বোধনের দিনেই সাদুল্যাপুর খাদ্য গুদামে চাল ক্রয় অভিযান বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহ্সান হাবীব বলেন, সরকারী বিধি মোতাবেক যে চাল ক্রয়ের কথা রয়েছে, ঠিক সেভাবে চাল ক্রয় করতে হবে। খাদ্য গুদামে অটো মেশিনে বাছাই করা চাল সরবরাহ করতে হবে। কোনো ভাবে নিম্নমানের চাল ক্রয় করা যাবে না।
তবে এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মন্ডল বলেন, উপজেলায় অটোরাইল মিলে সংখ্যা কম। তাই মেশিনে বাছাই করা চাল মিলারদের দেয়া অনেক কষ্টকর। তাছাড়া এখানকার চাল বগুড়া বা অন্য কোথাও নিয়ে মেশিনে শার্টার করারও ব্যয়বহুল।
জিল্লুর রহমান পলাশ/এআরএ/আরআইপি