ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা গেছেন ঈশ্বরদী বাজারের মাছ বিক্রেতা মুকুল মুন্সী (৩৭)।

মঙ্গলবার দিবাগত রাত বারোটায় তার মরদেহ পৌরসভার ৫নং ওয়ার্ডের শেষ প্রান্তে ভুতের গাড়ি ভাটাপাড়ার একটি দীঘি থেকে উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।
 
নিহত মুকুল এর আত্মীয় জনি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুকুল কয়েকজন বন্ধুসহ দীঘির পাড়ে বসে তাড়ি সেবন করছিলেন। এসময় সিভিল ড্রেসে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত হলে বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেও মুকুল পা পিছলে দীঘির ভরা পানিতে পড়ে যায়।

সাঁতার না জানায় মুকুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে গ্রামের দু’জন পানিতে নেমে খোঁজার চেষ্টা করেও রাতের অন্ধকারে মুকুলকে পাননি। ততক্ষণে মুকুল গভীর পানিতে তলিয়ে গেছেন।

এ সময় ঈশ্বরদী ও রাজশাহীর দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে রাত ১২টায় মুকুলের মরদেহ উদ্ধার করে।

এদিকে মুকুলের আত্মীয় জনিকে থানায় ডেকে এনে সে মাদক বিক্রেতা ছিল এবং পুলিশের গ্রেফতার এড়াতে মুকুল পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে একটি লিখিত কাগজে জনির স্বাক্ষর নেয়া হয়েছে বলে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন।
 
পুলিশ জানায়, মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি