ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়গঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো (৩৮) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুলফিকার আলী ভুট্টো একই ইউনিয়নের সিমলা গ্রামের আসলাম আলীর ছেলে।

রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব জানান, চান্দাইকোনা আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ভুট্টো। এ সময় চান্দাইকোনা ব্যাটারিপাড়া এলাকার আনুর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিত তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি