ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ আটক করার পর ৫ মাস ধরে নিখোঁজ জনি

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

শহরের নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার কুকরালি এলাকার মোকলেছুর রহমান জনি।

২০১৬ সালের ৫ আগস্ট পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আটকের পর থানায় জনির সঙ্গে দেখা করেছিলেন বাবা শেখ আব্দুর রাশেদ। এরপর থেকেই নিখোঁজ জনি। নেই পুলিশের কাছেও তার কোনো সন্ধান।

এসব কথা জানিয়ে জনির বাবা কুকরালি গ্রামের শেখ আব্দুর রাশেদ জাগো নিউজকে বলেন, আমার ছেলের কী অপরাধ তা জানি না। পুলিশ কেন ধরছে সেটাও জানি না। পুলিশ ধরার পর থেকেই নিখোঁজ। এখন পুলিশের কাছে গেলে পুলিশ কর্মকর্তারা বলছেন, আপনার ছেলের বিষয়ে কোনো কিছুই আমরা জানি না।

জনির স্ত্রী জেসমিন নাহার বলেন, স্বামী জনি পেশায় হোমিও ডাক্তার। ওই দিন রাতে নিউ মার্কেটে ওষুধ কিনতে যান। সেখান থেকে থানা পুলিশের এসআই হিমেল তাকে আটক করে নিয়ে যান। থানায় গেলে এসআই হিমেল বলেন, তদন্ত চলছে। নিরাপরাধ হলে মুক্তি দেওয়া হবে।

পরপর তিনদিন থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে খাবার দিয়েছি। এরপর ৮ আগস্ট সকালে থানায় গেলে পুলিশ বলে, জনি কোথায় আমরা জানিনা।

2016October

তিনি আরো বলেন, শ্বশুর-শাশুড়ির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থানায় জমা দিতে বলার পর দিয়েছি। স্বামীর সন্ধান না পেয়ে থানায় জিডি করতে গেলে তা নেয়নি পুলিশ। ২৪ আগস্ট পুলিশ সুপারের কাছে স্বামীর সন্ধান চেয়ে আবেদনও করেছি, কিন্তু কোনো ফল হয়নি। জনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। তাছাড়া কোথাও তার নামে কোনো মামলাও নেই।
 
এদিকে, এসব ঘটনা উল্লেখ করে স্বামীর সন্ধান দাবি করে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জনির স্ত্রী জেসমিন নাহার।
 
জনির বাবার দাবি, ছেলে কোনো অপরাধ করলে তাকে বিচার করা হোক। কী অপরাধ সেটাও প্রকাশ করা হোক।

তবে এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, জনি নামের কাউকে পুলিশ আটক করেনি।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম