ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১

প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ মার্চ ২০১৫

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত অটোরিক্সা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোরিক্সার দুই যাত্রী। সোমবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জিরাবো বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে জামগড়ায় যাওয়ার পথে অটোরিক্সাটি বেঙ্গল প্লাষ্টিক কারখানার সামনে পৌছালে বিপরীত দিকে থেকে আসা কনক্রিটের মিক্সারবাহী একটি ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিক্সার চালক। গুরতর আহত হন অটোরিক্সায় থাকা দুই যাত্রী। পরে স্থানীয়রা গুরতর আহত দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করায়। ঘটনার পর চালক  ট্রাকটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

এসএইচএ/পিআর