ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধার পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের উদ্যোগে রেল স্টেশন এলাকা থেকে কালো পতাকা মিছিলটি প্রধান সড়কে আসলে পুলিশ মিছিলে বাধা দেয়।

পড়ে সেখানেই নেতাকর্মীরা সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ।   

রুবেলুর রহমান/আরএআর/আরআইপি