ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

পাবনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী দলের (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা শফিকুল ইসলাম শফিকে (৩৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

আতাইকুলা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে। দুপুরের দিকে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আতাইকুলা থানার রঘুরামপুর গ্রামের আ. ওহাবের ছেলে।

আতাইকুলা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতাইকুলা থানার শিমুলচারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশি তৈরি একনলা বন্দুক ও তাজা গুলি উদ্ধার করা হয়।  

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, শফি এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার অত্যাচার চাঁদাবাজিতে এলাকার মানুষ অতিষ্ট ছিল। আগে বিভিন্ন গ্রামে তার নিজস্ব ক্যাডার ছিল। প্রত্যন্ত বিল এলাকায় ছিল তার আস্তানা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

একে জামান/এএম/জেআইএম