শিবগঞ্জে হাউজি-জুয়া বন্ধের দাবিতে কঠোর আন্দোলন
বগুড়া শিবগঞ্জে হাউজি ও জুয়ার আসর বন্ধের দাবিতে এলাকার যুব সমাজ সোচ্চার হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাউজি ও জুয়া বন্ধ না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার বিকেলে হাউজি ও জুয়া বন্ধের দাবিতে উপজেলা যুবলীগ স্থানীয় ইউএনওকে স্মারক লিপি প্রদান করে। পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবসংহতি।
নববর্ষ উপলক্ষে ২ জানুয়ারি থেকে শিবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে কিচক ইউনিয়নের প্রাণকেন্দ্র কিচক বন্দরে হাউজি ও জুয়া আয়োজন করা হয়। কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ইনডোর গেমসের নামে প্রকাশ্য হাউজি ও জুয়া চালাচ্ছে।
রাতভর এই জুয়ার আসরে শিবগঞ্জ-কালাই উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে শতাধিক প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে হাজারো মানুষ ভিড় জমাচ্ছে। এতে করে এলাকার যুব সমাজ ধংসের পথে যাচ্ছে। আর এ কারণে উপজেলা যুবলীগ জুয়া-হাউজি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারক লিপি প্রদান করে।
এদিকে, একই দাবিতে উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে থানা মোড়ে এক সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, নজরুল ইসলাম বাসু প্রমুখ।
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার জানান, আর কদিন পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে। এসময় এই জুয়া-হাউজি যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটাবে। তাই ২৪ ঘন্টার মধ্যে জুয়া-হাউজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, উচ্চ আদালতের আদেশে এই জুয়া-হাউজি খেলা চলছে। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এআরএ/এমএস