ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১১

প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

নওগাঁয় বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে  ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি শহরের মুক্তির মোড়ের দিকে আসলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জে আবু বক্কর সিদ্দিক নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আশিক ইকবাল ওথেলো, বিএনপি কর্মী  শেখ মিজানুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। মিছিল থেকে ১১জনকে আটক করে পুলিশ ।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক তৌফিকুর রহমান লালু, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক খাইরুল আলম গোল্ডেন ও জাকারিয়া আলম রোমিওসহ   ১১জন।

প্রত্যক্ষদর্শীরা  জানান, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীদের হাতে কালো পতাকা ও লাঠি ছিল। মিছিলটি সরকারি গালর্স স্কুল পার হয়ে শহরের কেডির মোড় এলাকায় পৌঁছলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, গণতন্ত্র হত্যা দিবসের মিছিল নিয়ে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণভাবে শহরের মুক্তির মোড়ের দিকে আসলে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করে। এতে বিএনপির ২০/২২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

নওগাঁ সদর মডেল থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবসের বড় একটা র্যা লি ছিল। সে জন্য বিএনপি নেতাকর্মীদের মিছিলের জন্য একটু দেরি করতে বলা হয়েছিল। তারা বিনা অনুমতিতে শহরে মিছিল বের করায় পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় ১১জনকে আটক করা হয়েছে। তবে কাউকে লাঠিচার্জ করা হয়নি বলে তিনি দাবি করেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম