এ.কে খন্দকারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারকে আগামী ৫ জুন স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার ঘটনায় দায়েরকৃত মানহানির মামলায় আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মুনিরা সুলতানা এই আদেশ দেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।
এমএএস/পিআর
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলো পুলিশ
- ২ কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ৩ দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
- ৪ সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম
- ৫ পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম