ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পুলিশ দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। ২০১৪ সালের এই দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা শ্রমিক দলের কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সেই নির্বাচনে তাদের ১৫৪ জন প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা।

অবৈধভাবে ক্ষমতায় এসে তারা বিএনপিকে নিশ্চহ্ন করার জন্য পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে দিচ্ছে। বর্তমানে এই অবৈধ সরকার পুলিশ দিয়ে দেশ শাসন করছে।

এর আগে জেলা শ্রমিক দলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হলে পরে শ্রমিক দল কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা এই সরকারের কঠোর সমালোচনা করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এসময় আরো মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম প্রামানিক প্রমুখ।

রবিউল হাসান/এআরএ/এমএস