ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিক লীগের অফিস নির্মাণের কথা বলে সরকারি গাছ কর্তন

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজের পাশে কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকায় শ্রমিক লীগ অফিস নির্মাণের কথা বলে রাস্তার দুই পাশের সামাজিক বনায়নের প্রায় ৩০টি গাছ কাটার অভিযোগ উঠেছে।

কাড়াপাড়া ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মতিয়ার খাঁ (মধু) ও সাধারণ সম্পাদক জলিল খাঁর নেতৃত্বে এসব গাছ কাটা হয়েছে বলে স্থানীয়রা জানায়।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী জানান, কাড়াপাড়া ১নং ওয়ার্ড শ্রমিক লীগের নতুন অফিস নির্মাণের কথা বলে এলাকার প্রভাবশালী জলিল ও মধু খাঁর নেতৃত্বে গাছ কাটা হয়। ইতিমধ্যেই রাস্তার পাশের বড় গাছগুলো কেটে চেরাই করে মুনিগঞ্জ ব্রিজের নিচে শ্রমিক লীগ অফিসে রাখা হয়েছে। বাকি ১০-১৫টি গাছ অফিসের সামনে রেখে দেয়া হয়েছে।

সরকারি গাছ কেটে অফিস নির্মাণের বিষয়ে কথা হলে কাড়াপাড়া ১নং ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জলিল খাঁ বলেন, শ্রমিক লীগের অফিস নির্মাণের জন্য কাড়াপাড়া চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সভাপতি মন্টু ভাইয়ের অনুমতি নিয়ে ১০টি গাছ কাটা হয়েছে।

এ বিষয়ে কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেন, সরকারি গাছ কেটে শ্রমিক লীগের অফিস নির্মাণের বিষয়ে আমি কিছুই জানি না।

বাগেরহাট সামাজিক বনবিভাগের (ডিএফও) রেজাউল করিম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শওকত আলী বাবু/এআরএ/পিআর