ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৭ মার্চ ২০১৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে এক সহযোগী ও অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ইমন হোসেন মাইকেলকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার রাত ১টার দিকে উপজেলার ইকবালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককতৃ সহযোগীর নাম মীর হোসেন। এসময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি ছুরি জব্দ করা হয়।

র‌্যাব-১১ সূত্র জানায়, আটককৃত ইমন হোসেনের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। সে এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

জেইউ/বিএ/আরআই