ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে শেষ হলো বিশ্ব ইজতেমা

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফরিদপুরে জেলা ইজতেমা শেষ হয়েছে। তিনদিনের এ বিশ্ব ইজতেমায় কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সদর উপজেলার অম্বিকাপুর চরআদমপুর গ্রামের কুমার নদের পাড়ে প্রায় ৬০ একর জমির ওপর ইজতেমার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

মোনাজাত উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে আসতে থাকেন।

দুপুর ১২টা মিনিট থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ১৫ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।

বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করার মধ্য দিয়ে তিনদিনের আঞ্চলিক পর্বের ফরিদপুরের বিশ্ব ইজতেমা শেষ হয়। তিন দিনের ইজতেমা শেষে দলে দলে মুসুল্লিরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

তরুণ/এআরএ/জেআইএম