শাহজাদপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলছাত্র শান্ত হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জামিরতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামিরতা গ্রামের মৃত ফজলার মিয়ার ছেলে শহীদুল ইসলাম (৩৩) ও মৃত সোনাউলা মিয়ার ছেলে আদম আলী (৩৫)।
শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কংকন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামিরতা গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি শহীদুল ও আদম আলীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে জামিরতা বাজারের একটি দোকানে একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে স্কুলছাত্র শান্তকে (১৪) শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত শান্তর বাবা ছানোয়ার হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি