ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে রেকর্ড

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

দেশের প্রথম উপজেলা হিসেবে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে ইতিহাসে জায়গা নিয়েছে পাবনার ফরিদপুর উপজেলা।

শনিবার দুপুরে ফরিদপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব শহীদ মিনারের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মধ্যে প্রথম শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে ফরিদপুর উপজেলাবাসী ইতিহাস গড়েছে। এমনকি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ফরিদপুর।

এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কমিটির সদস্য, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সমবায় অফিসার মাসুদ রানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর মোর্শেদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সিফাত রহমান সনম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলী আশরাফুল কবির, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, অধ্যক্ষ আলতাব হোসেন, প্রধান শিক্ষক আবু বাসেদ, শিক্ষার্থী মরিয়ম খাতুন ও রাতুল হাসান জয় প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদরাসা এবং কলেজসহ মোট ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে এসব প্রতিষ্ঠানে নির্মাণকাজ শুরু হয় এবং অক্টোবরেই তা শেষ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

একে জামান/এএম