ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:১০ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার রাত ১১টার দিকে শহরের বাজার রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ করেন পুনাকের জেলা সভাপতি সাদিয়া মিরাজ ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, মোতাহার হোসেন, পুনাকের সহ-সভাপতি শাহিনা সুলতানা, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা প্রমুখ।

এর আগে বিকেলে পুলিশ লাইন্স মাঠে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান জানান, পুনাকের পক্ষ থেকে বিকেলে পুলিশ লাইন্স মাঠ ও রাতে শহরের বাজার স্টেশনে প্রায় সাড়ে ৩শ দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/জেএইচ